Logo
Logo
×

সারাদেশ

অন্যের দুঃখ বলা আজিজুলের বাগানের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

অন্যের দুঃখ বলা আজিজুলের বাগানের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

'বিটলা পাবলিক'।  যার কন্ঠে এবং ভিডিওতে মানুষ জীবনযুদ্ধ, সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প শুনতেন। তিনি নিজেই বনে গেলেন দুঃখ নামক গল্পের নায়ক। 

আজিজুল হক। রংপুরের পীরগাছার বাসিন্দা। 

গত ২৯ ডিসেম্বরের সকালে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার বাগানে থেকে ২৫ থেকে ৩০টি গাছ কেটে ফেলে। গাছগুলো যেন ছিল আজিজুলের জীবনের অংশ। এই গাছগুলো তাকে শুধু ছায়া বা ফল দিত না, এগুলো ছিল তার বহু বছরের পরিশ্রমের ফসল।

গাছ কাটার সময় বাধা দেন তিনি। কিন্তু দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে। 

আজিজুল হক একাধিকবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করছিলেন। আশা করেছিলেন, পুলিশ এসে তাকে রক্ষা করবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথমে পুলিশ জানাল, তারা আসতে পারবেন না। পরে বারবার ফোন করলে বলল গাড়ি আসছে। কিন্তু কেউ এল না।

আজিজুল হকের কণ্ঠে হতাশা আর ক্ষোভ। শেষে জেলা পুলিশ সুপারকে ফোন করল। তিনি বললেন থানায় যেতে। থানায় গিয়ে তার মামলা নেওয়া হলো না। উল্টো তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা বলা হলো।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দিনের বেলা জমি দখল আর গাছ কাটা হলো, আর পুলিশ চুপচাপ থাকল। এটা আমরা কীভাবে মেনে নেব’। 

ঘটনার সময় পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানিয়েছিলেন, 'আমি তাকে জিডি করতে বলেছি। জিডি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজিজুল হকের প্রশ্ন, 'আমি যেখানে অন্যায় ও ক্ষতির শিকার, সেখানে কেন মামলা করতে দেওয়া হলো না।'

এ বিষয়ে আজিজুল হক বলেন, 'আমি শুধু আমার গাছ আর জমি ফিরে পেতে চাই না, ন্যায়বিচার চাই। এই গাছগুলো আমার পরিবারের মতো ছিল। আজ সব শেষ হয়ে গেছে’। 

আজিজুল হক চান এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। দুর্বৃত্তরা শাস্তি পাবে; তিনি ক্ষতিপূরণ পাবেন।  তিনি বলেন, 'আমি একজন গরিব মানুষ। গাছের ওপরই আমার জীবিকা। আমি চাই, প্রশাসন আমার পাশে দাঁড়াবে’। 

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার তদন্ত শেষে আজিজুল হককে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম