Logo
Logo
×

সারাদেশ

শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট শাকিল গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট শাকিল গ্রেফতার, এলাকায় মিষ্টি বিতরণ

গাজীপুরের কালীগঞ্জের অবৈধ অস্ত্রধারীদের তালিকায় শীর্ষে থাকা সন্ত্রাসী ও মাদক সম্রাট শাকিল মোল্লাকে (৩৪) শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সকালে গ্রেফতার শাকিলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে মাদকসম্রাট শাকিল গ্রেফতার হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।

গ্রেফতার শাকিল মোল্লা জামালপুর ইউনিয়নের কলাপটুয়া এলাকার করিম মোল্লার ছেলে।তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ অসংখ্য মামলা রয়েছে।তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট হিসেবে পরিচিত।

একটি সূত্রে জানা গেছে, শাকিল বিএনপির প্রভাবশালী নেতা।তার বিশাল সন্ত্রাসী বাহিনীও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকলেও ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর এলাকায় ফিরে শাকিল মোল্লা।এরপর নির্বিঘ্নে পুনরায় এলাকায় শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা। কালীগঞ্জের অবৈধ অস্ত্রধারীদের তালিকার শীর্ষে রয়েছে শাকিল মোল্লার নাম। 

গত মঙ্গলবার রাতে একটি চোরাই পিকআপ ছিনিয়ে তার আস্তানায় নিয়ে যায় শাকিল মোল্লাও তার বাহিনী। পরে বুধবার ওই পিকআপ উদ্ধারে যায় পুলিশ।এসময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশকে বাধা দেয় শাকিল বাহিনী।এরপর থেকে তাকে গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে পুলিশ। সোমবার রাতে তার বাড়িতে অভিযানের সময় পালিয়ে যায় শাকিল মোল্লা।অবশেষে মঙ্গলবার দুপুরে তার শ্বশুর বাড়ি বালুয়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, তার ভয়ে এলাকার মানুষ কথা বলতে পারত না।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।শাকিল মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম