Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজার শহর ছাত্রশিবিরের কমিটি ঘোষণা

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

মৌলভীবাজার শহর ছাত্রশিবিরের কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক আজিজ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন কাজী দাইয়ান আহমদ।

মঙ্গলবার সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের সাথি ও সদস্যদের এক সমাবেশে ২০২৫ সালের জন্য তাদের নাম ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, শিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শরীফ মাহমুদ, জেলা শিবিরের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

নবনির্বাচিত শহর শিবিরের সভাপতি তারেক আজিজ জানান, শহর শাখার সাথি ও সদস্যরা সভাপতি নির্বাচিত করেছেন। সব পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম