টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের সাবেক সভাপতি আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২১ এএম
![টঙ্গীবাড়িতে আওয়ামী লীগের সাবেক সভাপতি আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/07/5454-677c9db50ce9e.jpg)
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা মো. সাগর হোসেন খালাসীকে (৪৮) আটক করেছে পুলিশ।
সোমবার উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রাম থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাইচাইল গ্রামের মৃত আব্দুর রশিদ খালাসীর ছেলে। তার পরিবার দাবি করেছে, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ সদরের মামলায় তাকে আটক করা হয়েছে।