Logo
Logo
×

সারাদেশ

কালাম বাহিনীর প্রধান শ্রমিক দল নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম

কালাম বাহিনীর প্রধান শ্রমিক দল নেতা গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত কালাম বাহিনীর প্রধান শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ ও তার তিন সহযোগী ধরা পড়েছেন। যৌথ বাহিনীর সদস্যরা সোমবার ভোরে উপজেলার তালুচ পশ্চিমপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।

বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পরে আদালতে পাঠানো হবে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া গ্রামের জমির প্রামাণিকের ছেলে, গুণাহার ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আবু কালাম আজাদ (৫৫), তার ভাই আবদুর রহিম (৪১), তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইয়াসিন আলী (৪২) ও মৃত কফিল উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৫০)।

দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তুহিন জানান, আবু কালাম আজাদ ২০০৬ সালের দিকে গুণাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। এরপর থেকে তার দলীয় কোনো পদ নেই।

তবে এলাকাবাসী বলছেন, আবু কালাম আজাদ ও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। শ্রমিক দল নেতা হিসেবে পরিচিত কালাম ও তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।

সোমবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ভোরে গ্রেফতার সাবেক শ্রমিক দল নেতা আজাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় ৪-৫টি মামলা রয়েছে। অস্ত্রশস্ত্র, টাকা ও মাদকসেবনের আলামতসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে মামলা করার পর এদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম