Logo
Logo
×

সারাদেশ

সিরাজদিখানের হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ পিএম

সিরাজদিখানের হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

মুন্সীগঞ্জ সিরাজদিখানের চাঞ্চল্যকর নাসির শেখ হত্যা মামলার পলাতক আসামি নয়ন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার মধ্যরাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নয়ন শেখ মালখানগর ইউনিয়নের মালামত দেবীপুরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি মুন্সীগঞ্জ মালখানগর দেবীপুরা গ্রামের মাছ ব্যবসায়ী নাসির শেখ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানার এস আই মো. রাকিবুল ইসলাম।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতার নয়ন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম