Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে ১২ পুত্রবধূকে সম্মাননা

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

মাদারীপুরে ১২ পুত্রবধূকে সম্মাননা

মাদারীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি মাদারীপুর’-এর ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে উদ্যোগে ১২জন সেরা পুত্রবধূকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের ৪র্থ তলায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে শনিবার এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার জন্য পরিবারে পুত্রবধূদের অবদানে উৎসাহিত করার জন্য এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী, মাত্রা, আবৃত্তি ও উচ্চারণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ সভাপতি, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘পাশে আছি মাদারীপুর’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. বায়জীদ মিয়া। 

সম্মাননাপ্রাপ্তরা হলেন মরিয়ম অহিদ, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, রাবেয়া রহমান মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, সামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া, মিসেস ফারজানা, আছমা খাতুন, সাবিকুন্নাহার আক্তার ও লাবনী আক্তার আশা।

মাদারিপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম