Logo
Logo
×

সারাদেশ

স্থানীয় সরকার সংস্কার কমিশন

রাঙামাটিতে শিক্ষার্থীদের তোপের মুখে সদস্যরা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

রাঙামাটিতে শিক্ষার্থীদের তোপের মুখে সদস্যরা

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দল শিক্ষার্থীর তোপের মুখে পড়েছেন। এতে কমিশনের সদস্যরা পিছু হটে সভাস্থল ত্যাগ করে চলে যেতে চাইলে পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় উভয়ের মধ্যে সমঝোতা হয়। সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটির বিভিন্ন শ্রেণির পেশাজীবী প্রতিনিধি দলের সঙ্গে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভার আহবান করা হয়। সভায় যোগ দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ গেটে একদল শিক্ষার্থীর বাধার মুখে পড়েন কমিশনের সদস্যরা। 

এ সময় কমিশনের সদস্যদের প্রবেশে বাধা দিয়ে সভা বাতিল করার দাবি জানান প্রতিবাদী শিক্ষার্থীরা। এতে জেলা প্রশাসাক কার্যালয়ের সামনে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। 

প্রদিবাদী শিক্ষার্থীদের অভিযোগ, ওই মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি এবং স্থানীয় ও আঞ্চলিক সংগঠনের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়নি। গুটিকয়েক রাজনৈতিক এবং এনজিও সংগঠনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছিল। 

এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটি পার্বত্য জেলা। পরে এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর নেতৃত্বে প্রশাসনের মধ্যস্থতায় উপস্থিত শিক্ষার্থীদের সভায় রাখার সিদ্ধান্ত হলে বিকাল ৪টার পরে মতবিনিময় সভাটি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পরও তা শেষ হয়নি। শুরুতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভাকক্ষে প্রবেশ করলে পরে তাদের সভাস্থল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়।  

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সদস্য আবদুর রহমান, ইলোরা দেওয়ান, ফেরদৌস আরেফিনা ওসমানসহ ৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম