Logo
Logo
×

সারাদেশ

ডাসারে বিএনপির কার্যালয় ভাঙচুর

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পিএম

ডাসারে বিএনপির কার্যালয় ভাঙচুর

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পাথুরীয়ার পাড় বিএনপির স্থানীয় কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে লাগানো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের ছবি সম্বলিত সকল ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পরে নতুন করে পাথুরীয়ার পাড়ে বিএনপির নতুন কার্যালয় স্থাপন করা হয়। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে কে বা কার ওই কার্যালয়টি ভাঙচুর করে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা দেখতে পান কার্যালয়টি ভাঙচুর শেষে পাশের হাইওয়ে সড়কের পাশের সড়কের পাশে টানানো সকল ব্যানার ফেস্টুনগুলো ভেঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ডাসার বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার জানান, রাতের আধারে কে বা করা এ ঘটনা ঘটিয়েছে সঠিক বলতে পারবোনা। তবে অফিস ভাঙচুর ঘটনায় নিন্দা জানাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম