
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ এএম
ধলেশ্বরী টোলপ্লাজায় ৬ জনের মৃত্যু: এবার বাস মালিক গ্রেফতার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম

আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় তিনটি গাড়িকে চাপা দিয়ে ছয়জনের নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের মালিক ডাবলু বেপারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এ ঘটনায় শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুজনকে গ্রেফতার করে র্যাব ও হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহণটি চালানো হয়।
হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় ওই বাসের মালিককেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় বেপারী পরিবহণের বেপরোয়া ওই যাত্রীবাহী বাসটি।
এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।