Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে জাসদ নেতা অস্ত্রসহ গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

ময়মনসিংহে জাসদ নেতা অস্ত্রসহ গ্রেফতার

ময়মনসিংহে অভিযান চালিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তারা হলেন- ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজল। মিন্টুর কাছে শটগান পাওয়া যায়। 

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার নগরীর মাদ্রাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। মিন্টু ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ওসি বলেন, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি শটগানও জব্দ করা হয়েছে। মিন্টু ও তার ভাতিজা সজলকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।’

তিনি আরও বলেন, ‘মিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হাসান সাগর হত্যা মামলার আসামি। তাকে ওই হত্যা মামলায় এবং সজলকে অন্য মামলায় আদালতে তোলা হবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম