Logo
Logo
×

সারাদেশ

৪২ ঘন্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

৪২ ঘন্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ

দীর্ঘ ৪২ ঘন্টা পর সন্ধান মিলেছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ। বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্তের (১৭) লাশ ভেসে উঠে। এর আগে একই স্থানেই তারা গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা  ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাদের লাশ সকাল সাড়ে ৭ টার দিকে একই স্থানে ভেসে উঠে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের লাশের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম