Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে জামায়াত নেতা মুজিবুর রহমান

দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশে আগ্রাসন চালাতে পারবে না

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ এএম

দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশে আগ্রাসন চালাতে পারবে না

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষ ঐক্য থাকলে দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না। প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না।

বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিককল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক গণজমায়েতের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক  আতিকুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, সম্পাদক ফারুক হোসেন নুরনবী ও সহসাধারণ সম্পাদক মহসিন কবীর মুরাদ।

জামায়াতে ইসলামী অধ্যাপক মুজিবুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম