Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধার লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা-ছেলে বলছেন হত্যা

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পিএম

বৃদ্ধার লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা-ছেলে বলছেন হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোদনাইলের তাতখানার বৌবাজার এলাকার একটি বাসার বাথরুম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রহিমা খাতুন বৌবাজার এলাকার আব্দুর রব প্রধানের স্ত্রী। এ ঘটনায় ওই বৃদ্ধার স্বামী বলছেন, ঘটনাটি আত্মহত্যা; কিন্তু তার এক ছেলের দাবি তাকে হত্যা করা হয়েছে।

বুধবার বিকাল ৫টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম।

তিনি বলেন, বৃদ্ধা রহিমা খাতুন বাথরুমে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ে ছিল। লাশ উদ্ধারের পর বৃদ্ধার ছোট ছেলের অভিযোগ তার মা আত্মহত্যা করেননি; কিন্তু স্বামী বলছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তাই আমরা সন্দেহ দূর করতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা বিষয়টি সঠিকভাবে জানা যাবে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম