Logo
Logo
×

সারাদেশ

সিলেট সীমান্তে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

সিলেট সীমান্তে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকার অধিক চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকার বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, পানতুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থানকাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ওষুধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করা হয়। 

এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।

মঙ্গলবার বিকালে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম