Logo
Logo
×

সারাদেশ

জাহাজে হত্যাকাণ্ডের শিকার মামা-ভাগ্নের বাড়ি ফরিদপুরে

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ এএম

জাহাজে হত্যাকাণ্ডের শিকার মামা-ভাগ্নের বাড়ি ফরিদপুরে

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা জাহাজে হত্যার শিকার ৭ জনের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে। 

তারা উভয়েই ফরিদপুর সদর উপজেলার গেরদা ইাউনিয়নের জোয়ারের মোড় এলাকার বাসিন্দা। 

এদের মধ্যে একজনের নাম গোলাম কিবরিয়া (৬৫)। তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। 

নিহত অপর জন গোলাম কিবরিয়ার ভাগ্নে সবুজ শেখ (২৬)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কমর্রত ছিলেন। 

গোলাম কিবরিয়া চার ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখের ছয় ভাই ও চার বোন। ভাইদের মধ্যে তিনি চতুর্থ। 

নিহত সবুজ শেখের ভাই ফারুখ শেখ জানান, এক মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। সোমবার বিকালে তারা তাদের মৃত্যুর ঘটনা জানতে পারেন। 

তিনি বলেন, আমরা জানিনা কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের সদস্যরা লাশের খোঁজ নিতে চাঁদপুরে গেছে।

এদিকে নিহত গোলাম কিবরীয়ার আরেক ভাগ্নে জাকারিয়া বলেন, মৃত্যুর সংবাদ শুনে আমাদের আত্মীয় স্বজন ও এলাকার মেম্বার চাঁদপুরে গেছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম