Logo
Logo
×

সারাদেশ

সিআইপি হলেন নবাবগঞ্জের মোস্তফা

Icon

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

সিআইপি হলেন নবাবগঞ্জের মোস্তফা

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে এ বছর সিআইপি (খ ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামের দিল মোহাম্মদ মোস্তফা।

জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য এ বছর খ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সিআইপি নির্বাচিত হয়েছেন।

১৮ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভঁ‚ইয়ার কাছ থেকে পুরস্কার নেন মোস্তাফা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানটি আয়োজন করে।  

মোস্তফা বলেন, আমি সবসময় চেষ্টা করেছি সঠিক উপায়ে দেশে টাকা পাঠাতে। তাই এ সম্মান পেয়েছি। আমি ও আমার পরিবার খুশি। আমি চাই প্রতিটা মানুষ যেন বৈধ উপায়ে দেশে টাকা পাঠান। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম