Logo
Logo
×

সারাদেশ

সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই, ৫ লাখ টাকার মালামাল লুট

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাই, ৫ লাখ টাকার মালামাল লুট

সাভারে সিঅ্যান্ডবি সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার রাতে ওয়েলকাম পরিবহণের (ঢাকা মেট্রো- ১-৯৭৬৭) ঢাকা হতে চন্দ্রাগামী একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম (৩৫) নামে এক যাত্রী গুরুতর আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা আরও খারাপ হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে  ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহণের বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকায় এলে ছিনতাইকারীরা যাত্রীবেসে উঠে চলন্ত বাসেই যাত্রীদের ধারালো চুরি ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ ও যাত্রীদের কাছে থাকা মূল্যবান সামগ্রীসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।

এ সময় শামীম নামের এক যাত্রী ছিনতাইকারীদের বাধা প্রদান করলে তার বাম হাতে, বুকে-মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। আর ছিনতাইকারীরা মীর মোশাররফ হোসেন হল এলাকায় বাস থেকে নেমে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভেতর পলিয়ে যায়।

Jamuna Electronics
wholesaleclub

infostation welcome Banner
img
img img
img img
img img img img img img img img img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম