Logo
Logo
×

সারাদেশ

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ এএম

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (০১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ‍দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকার কাছেদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। আলিজা খাতুন কাছেদ আলীর নাতনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে। 

বনপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম জানান, রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাছেদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও ভেতরে রয়ে যায় শিশু আলিজা। পরে তার মা বারবার ছুটে ঘরে ঢোকার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে কেউই আর ঘরে ঢুকতে পারেননি। এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ গৃহকর্তার। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম