Logo
Logo
×

সারাদেশ

শার্শায় ভিজিডির চাল ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ এএম

শার্শায় ভিজিডির চাল ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। 

শুক্রবার রাতে সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অভিযুক্ত তিন নেতা হলেন- শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, দুই সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারি। এই তিন নেতাকে আগামি তিন দিনের মধ্যে স্বশরীরে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়াও দেওয়া হয়েছে।  

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘সম্প্রতি  শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে গণমাধ্যমে চাল ছিনতাইয়ের সংবাদ প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

 তিনি আরও জানান, দলীয়ভাবে কঠোর বার্তা দেওয়া আছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চাই তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার। স্বেচ্ছাসেবক দল সুশৃঙ্খল। এখানে বিশৃঙ্খলাকারীদের জায়গা নেই; যিনি যেই হোক না কেন।’  

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন গরিব অসহায় নারী। পতিমধ্যে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ কয়েকজন তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তিভোগীরা বৃহস্পতিবার রাতে চাল ছিনতাইয়ের অভিযোগে ৫জনের নামে শার্শা থানাতে মামলা করেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও বাদি তার নাম উল্লেখ করেননি এজাহারে।

ভুক্তভোগীরা বলেন, আমরা গরিব তাই সরকার থেকে কার্ডের মাধ্যমে আমাদের জন্য ভিজিডির চাল দেওয়া হয়। বৃহস্পতিবার চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সব চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রিপন বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নাই। রাজনীতিক উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হচ্ছে।’

শার্শা থানার ওসি মো. আমির আব্বাস জানান, ‘চাল ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনের নামে থানায় মামলা হয়েছে। ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম