Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে মারপিট

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে মারপিট

বগুড়ার গাবতলীতে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বিক্ষুব্ধ জনগণ রিদিয়াত হোসেন বর্ণ নামে এক ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে মারপিটের পর পুলিশে দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রিদিয়াত হোসেন বর্ণ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে। বর্ণ উপজেলা ছাত্রলীগের শিশু বিষয়ক সম্পাদক। বর্ণের বিরুদ্ধে মারধর ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি বৃহস্পতিবার বিকালে পীরগাছা এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর তাকে মারপিট করা হয়। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ তাকে উদ্ধার করে।

রামেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

বগুড়ার গাবতলী থানার ওসি আসিক ইকবাল বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ছাত্রলীগ নেতা বর্ণকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম