
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম
লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

লক্ষ্মীপুর জেলা কারাগারে ১৫ বছরের দণ্ডিত হাজতি আব্দুর রহিমে (৭৪) স্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। একটি চাঁদাবাজি ও চুরির মামলায় ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
নিহত আব্দুর রহিম সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা দেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়। শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোক জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।