Logo
Logo
×

সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা ব্রিজের উপর বুধবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৬) ও পার্শ্ববর্তী চর চৌদ্দ কাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসিম (১৭)।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই ২ কলেজছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে কলেজ ছাত্রদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই কলেজছাত্র নিহত হন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আশরাফুল আলম সোনারগাঁ উপজেলার মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও নিহত অসিম কুমিল্লার দাউদকান্দি উপজেলার  ড. মোশাররফ হোসেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। সম্পর্কে তারা দুইজন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বেড়ানো শেষে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের ওপর চট্টগ্রামগামী লেনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন কলেজছাত্র নিহত হন। নিহত ওই ২ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম