মনপুরায় পুলিশের অভিযানে তিন যুবলীগ নেতা আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
![মনপুরায় পুলিশের অভিযানে তিন যুবলীগ নেতা আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/17/bhola-6761732204964.jpg)
ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাত ৩টায় উপজেলার হাজিরহাট ও বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাদের গ্রেফতার করা হয়। পরে দুপুর ১টায় আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার ৫নং কলাতলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. অলি উল্যাহ (৫৬), ২নং হাজিরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরনবী ফরাজী (৪৫) ও হাজিরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ অলি। এদের সবার বাড়ি উপজেলার কলাতলী ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, পুলিশের ওপর অ্যাসল্ট মামলায় পলাতক আসামি তিন যুবলীগ নেতাকে আটক করে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।