Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলন

নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ এএম

নারায়ণগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আব্দুল আউয়াল (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের মামলার আসামি। রোববার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

সোমবার জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আব্দুল আউয়াল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

নিহতের ছেলে জামান সাংবাদিকদের জানান, তার বাবার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। ২ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। 

রোববার হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন করানো হয়। এ খবর তাকে জানানো হয়েছিল। জামিনে মুক্ত হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম