Logo
Logo
×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাবেক মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু এবং নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি মশিউর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

এর আগে গত ২০ অক্টোবর নাচোলের ফতেপুর ইউপির মারকৈল গ্রামের বিএনপি নেতা এস্তাব আলী বাদী হয়ে ২৬জন আ.লীগ নেতার নাম উল্লেখ করে নাচোল থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

 

চাঁপাইনবাবগঞ্জ আ.লীগ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম