Logo
Logo
×

সারাদেশ

গোয়ালন্দে ২৫০ দুস্থকে খাবার খাওয়াল শিক্ষার্থীরা

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ এএম

গোয়ালন্দে ২৫০ দুস্থকে খাবার খাওয়াল শিক্ষার্থীরা

রাজবাড়ীগোয়ালন্দে একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ জন দুস্থকে বিনামূল্যে খাবার খাইয়েছে শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ডিম ভুনা, সবজি, ডাল ও পানি। খাবারগুলো প্যাকেটজাত করে দুস্থদের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

স্কুল ক্যাম্পাসে বাবুর্চিদের সঙ্গে রান্নার কাজেও সহায়তা করেন শিক্ষার্থীরা। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্কুল কর্তৃপক্ষ।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা নিজেরাই বাজেট প্রণয়ন, বাজার সদাই করা, বাবুর্চিদের সঙ্গে থেকে রান্না করা এবং দুস্থদের হাতে খাবার তুলে দেয়।

 

এর মাধ্যমে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তারা মানবসেবায় উদ্বুদ্ধ হতে পারবে। স্কুল কর্তৃপক্ষ তাদের পাশে থেকে এ কাজে সার্বিকভাবে সহায়তা করেছে।

 

বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া আক্তার জারা ও তানজিদ ওয়াসিক সীমান্ত জানান, আজকে এই ব্যাতিক্রমধর্মী ব্যবহারিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তারা অনেক আনন্দিত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাব।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম