Logo
Logo
×

সারাদেশ

ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

ফরিদপুরের নগরকান্দায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের ব্রিজের নিচ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দেলবাড়িয়া গ্রামের একটি ব্রিজের নিচে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় পানিতে ভাসছিল ওই নবজাতকের লাশ। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তাই নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম