Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনে নিহত সায়েমের লাশ কবর থেকে উত্তোলন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

ছাত্র আন্দোলনে নিহত সায়েমের লাশ কবর থেকে উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সায়েম হোসেনের (২২) লাশ ১৪৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজোয়ানের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বিকাল ৫টার দিকে ঢাকার যাত্রাবাড়ী কাজলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন সায়েম হোসেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ওই রাতেই মরদেহ নানাবাড়ি কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহত সায়েম হোসেনের মা শিউলি বেগম ২৭ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও যাত্রাবাড়ীর আওয়ামী লীগ ক্যাডার খলিলুর রহমানসহ ৭৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেন আদালত।

পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা বলেন, নিহত সায়েম হোসেনের মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে ন্যায়বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম