Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে সরকারবিরোধী ষড়যন্ত্রে মেম্বার গ্রেফতার

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম

কালীগঞ্জে সরকারবিরোধী ষড়যন্ত্রে মেম্বার গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে গণঅভ্যুত্থানের নামে শাহবাগে নিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করা হয়। এ ঘটনায় করা মামলায় ইউপি সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আশফিয়াক মোহাম্মদ খালিদ (৪৪) পিপুলিয়া এলাকার আজমল হোসেনের ছেলে। তিনি নাগরী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিনা সুদে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলে গণঅভ্যুত্থানের নামে শাহবাগে নিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং কালীগঞ্জের দোলন বাজার কাঠপট্টি এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে হওয়া মামলায় বুধবার রাতে আশফিয়াক মোহাম্মদ খালিদকে পিপুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার বাদী হয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দড়িসোম এলাকার রফিকুল ইসলাম সিজুকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান, বিনা সুদে ঋণ দেওয়ার প্ররোচণায় এলাকার সাধারণ মানুষকে গণঅভ্যুত্থানের কথা বলে শাহবাগ নিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও এলাকায় দাঙ্গা সৃষ্টির দায়ে হওয়া মামলায় আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

২০২২ সালের ৩০ ডিসেম্বর জুয়ার আসর থেকে ইউপি সদস্য আশফিয়াক মোহাম্মদ খালিদকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম