Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

শ্রীপুরে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান তার ভাইকে নিয়ে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা করেছে।

বুধবার সন্ধ্যায় শ্রীপুর প্রেস ক্লাবে বিজয় দিবসের প্রস্তুতিমূলক এক আলোচনা সভা চলাকালে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক টিপু সুলতান ও তার ভাই সন্ত্রাসী নিজাম উদ্দীন সহযোগীদের নিয়ে শ্রীপুর প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর এ হামলা করা হয়।

এ হামলায় শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাঁদাবাজির বিষয়ে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম