Logo
Logo
×

সারাদেশ

বাড়ির জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

বাড়ির জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির জায়গাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় মুহিত মিয়া নামে একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মহিবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুহিত মিয়া, আলমগীর মিয়া, জসিম মিয়া, ফারুক মিয়া, সিফাই মিয়া ও করম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম