Logo
Logo
×

সারাদেশ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকারের গচ্চা কোটি টাকা

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকারের গচ্চা কোটি টাকা

রাঙামাটিতে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনকল্পে স্থাপিত প্রকল্পে গচ্চা গেছে সরকারের কোটি টাকা। ২০২১-২২ অর্থ-সালে রাঙামাটির কাপ্তাইয়ে কোটি টাকা ব্যয়ে ‘সোলার ফেন্সিং’ বা বৈদ্যুতিক বেড়া স্থাপন করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তা অকেজো হয়ে গেছে। খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, কাপ্তাই জাতীয় উদ্যানের প্রশান্তি পার্ক, শিলছড়ি গেট, কামিলাছড়ি-আসামবস্তি সড়ক, রাইখালীসহ কয়েকটি এলাকার অরণ্য পাহাড়ে রয়েছে বন্যহাতির অভয়ারণ্য। কিন্তু বর্তমানে হাতির খাবার ও আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ায় আশপাশে লোকালয়ে ঢুকে হাতি। এতে মুখোমুখি হয় হাতি ও মানুষ। ঘটে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনা। এসব প্রতিরোধে হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থাপন করা হয় সোলার ফেন্সিং বা বৈদ্যুতিক বেড়া।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পরিচর্যা আর নজরদারি না থাকায় চুরি হয়ে গেছে সোলার ফেন্সিংয়ের যন্ত্রপাতি। বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেছে মাটিতে। কোনো কোনো স্থানে তারের সঙ্গে তার পেঁচিয়ে অকেজো পড়ে আছে। সোলার ফেন্সিংয়ের পিলার ছেয়ে গেছে গুল্মলতায়। কোথাও চুরি হয়ে গেছে পুরো সোলার বক্স, কোথাও বক্স থাকলেও নেই সোলার প্যানেল ও ব্যাটারি। ফলে বর্তমানে অকেজো বৈদ্যুতিক বেড়া। এতে বেড়েছে বুনো হাতির উপদ্রব। 

তথ্য মতে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যান এলাকায় বন্যহাতি আক্রমণ থেকে মানুষের প্রাণহানি ও ফসলের ক্ষতি মোকাবিলায় সোলার ফেন্সিং স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে কাপ্তাই রেঞ্জে ৮ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় কোটি টাকা ব্যয়ে সোলার ফেন্সিং প্রকল্পটি স্থাপন করে বন বিভাগ। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়। এর ফলে লোকালয়ে ঢোকেনি বন্যহাতি। কমে যায় হাতির উপদ্রব। কিন্তু মাত্র দেড় বছরের মধ্যে সোলার ফেন্সিং যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় আবার লোকালয়ে ঢুকে উপদ্রব শুরু করেছে বন্যহাতি। বর্তমানে অযত্নে, অবহেলায় জর্জরিত অবস্থায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সোলার ফেন্সিং।এতে আতঙ্কে এলাকার মানুষ।

এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরি জানান, পাহাড় ধস ও ঝড়-তুফানে গাছের ডালপালা পড়ে কিছু কিছু জায়গায় সোলার ফেন্সিং তার নষ্ট হয়ে গেছে। দুটি সোলার ফেন্সি ব্যাটারি ও প্যানেল চুরি হওয়ায় কাপ্তাই থানায় জিডি করা হয়েছে। তবে একটি ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ প্রক্রিয়াধীন। সোলার ফেন্সিং পুনরায় চালু করতে বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। 

পার্বত্য দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক মাসুদ আলম জানান, সোলার ফেন্সিংগুলো সব জায়গায় নষ্ট হয়নি। কিছু কিছু জায়গায় নষ্ট হয়েছে। এগুলো সংস্কার করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম