Logo
Logo
×

সারাদেশ

দোহারে কুকুরের কামড়ে ১৫ দিনে আহত ১০৫

Icon

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ এএম

দোহারে কুকুরের কামড়ে ১৫ দিনে আহত ১০৫

প্রতীকী ছবি

দোহার উপজেলায় গত ১৫ দিনে কুকুরের কামড়ে ১০৫ জন আহত হওয়ার ঘটনা ঘটছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন ও দোহার পৌরবাসী।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, গত ১৫ দিনে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই চিকিৎসক।

এদিকে দোহার নবাবগঞ্জে ব্যাপক অংশে বেওয়ারিশ কুকুর রয়েছে যা নিয়ে বিপাকে রয়েছেন এ অঞ্চলের মানুষেরা। কখন কোন সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে কামড়িয়ে আহত করেন। যা নিয়ে আতঙ্কে আছেন মানুষ।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম