Logo
Logo
×

সারাদেশ

সংস্কার ছাড়া নির্বাচন ‘যেই লাউ সেই কদু’: সাইদীপুত্র মাসুদ

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

সংস্কার ছাড়া নির্বাচন ‘যেই লাউ সেই কদু’: সাইদীপুত্র মাসুদ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, দেশে আগে সংস্কার পরে নির্বাচন। নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছেন। দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন চাই। কারণ শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন ‘যেই লাউ সেই কদু’।

তিনি বলেন, আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চাই। আসুন আমরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবনের বিনিময়ে যে স্বপ্ন তিনি রেখে গেছেন আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই।

বুধবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফজলুল করিম আলিম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশের কাছেই আছেন। যেকোনো সময় টুস করে ঢুকে পড়বেন। আপনার সাহস থাকলে আপনি বাংলাদেশে আসুন। আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন। আপনার বানানো ট্রাইব্যুনালেই আপনার বিচার হবে। সব শহিদ পরিবারের সামনে আপনার ফাঁসি হবে। আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম। তাদের মাঝে কোনো অনুতপ্ত নাই। তারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে কিন্তু অনুতপ্ত হয়ে একবারও ক্ষমা চায়নি।

সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাওলানা আ. হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।

এরপর জিয়ানগর উপজেলার শ্রমিক ফেডারেশনের মো. মামুন হাওলাদার সভাপতি, মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক ও মো. মোস্তফা হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম