Logo
Logo
×

সারাদেশ

১৫ শতাংশ ইনক্রিমেন্ট দাবিতে আশুলিয়ায় ৩৫টি কারখানা বন্ধ

Icon

আশুলিয়া ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

১৫ শতাংশ ইনক্রিমেন্ট দাবিতে আশুলিয়ায় ৩৫টি কারখানা বন্ধ

বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে বুধবার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মবিরতি পালন করছেন ৩৫টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

এদের মধ্যে ছুটি ঘোষণা করা গার্মেন্টস কারখানাগুলো হলো- হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, মেডলার গ্রুপ, নেক্সট কালেকশন, আল-মুসলীম, সেতারা গ্রুপসহ ৩৫টি কারখানা। এছাড়াও বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দাবি করে কারখানা থেকে বেরিয়ে যান। পরে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিকরা ৪ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে ১৫ শতাংশের দাবি জানান। তাই তারা সকাল থেকে কর্মবিরতি পালন করে দুপুরে কারখানা থেকে বেরিয়ে যান। 

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বুধবার সকাল থেকে ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে কর্মবিরতি পালন করেন। এ ঘটনায় প্রায় ১৯টি পোশক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৫-১৬টি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গিয়েছেন। 

এ ব্যাপারে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু বলেন, সম্প্রতি ইনক্রিমেন্ট ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করেছে সরকার, শ্রমিকরা বছরের শুরুতেই এ ইনক্রিমেন্ট পাবেন বলে জানা গেছে। সেজন্য শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় কোনো পক্ষের কথার ফাঁদে পা না দেওয়া। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম