Logo
Logo
×

সারাদেশ

অপহৃত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলেন স্থানীয় জনতা

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

অপহৃত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলেন স্থানীয় জনতা

ঢাকার সারুলিয়া মাদ্রাসার এক শিক্ষককে অপহরণের পর নারী দিয়ে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ সময় অপহরণকারী দলের সদস্য কাজী মাসুদকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ এবং অপহৃত শিক্ষক সাইদুর রহমানকে (২৩) উদ্ধার করেছেন স্থানীয় জনতা।

সোমবার রাতে বন্দর উপজেলার চর-ঘারমোড়ার আজিজ মিয়ার বাড়ি থেকে মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করা হয়।

শিক্ষক সাইদুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার করগাঁও এলাকার আনফর আলীর ছেলে। গ্রেফতার কাজী মাসুদ বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে সাইদুর রহমান বাদী হয়ে কাজী মাসুদসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

শিক্ষক সাইদুর রহমান জানান, তিনি বন্দর উপজেলার মদনপুর এলাকার ফুপাত ভাই জুয়েলের সঙ্গে দেখা করে কর্মস্থল ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগর তারতিলুল কুরআন মাদ্রাসা যাওয়ার জন্য সিএনজিতে উঠেন। সিএনজি অটোরিকশাটি কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা অপহরণকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে অমানবিক নির্যাতন করে এবং সঙ্গে থাকা ১টি মোবাইল ফোন সেট, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। জীবন রক্ষার্থে তিনি মাদ্রাসার শিক্ষক, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছ থেকে তার নম্বরসহ অপহরণকারীদের বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেন। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের হোতা কাজী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম