Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় হাড় কাঁপানো শীত, বৃষ্টির মতো কুয়াশা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

নওগাঁয় হাড় কাঁপানো শীত, বৃষ্টির মতো কুয়াশা

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল নওগাঁয় বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে রাস্তা-ঘাট। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন এ জনপদের খেটে খাওয়া মানুষ।

সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের তুলনায় সোমবার তাপমাত্রা বাড়লেও কুয়াশা আর উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুতই কুয়াশা ভেদ করে দেখা মিলেছে সূর্যের। তবে সোমবার বেলা গড়ানোর পরও কুয়াশায় কাটছে না। বৃষ্টির মতো টপ টপ করে ঝরছে কুয়াশা।

সেই সঙ্গে উত্তরের হিমেল বাতাস যোগ হওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটেখাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

নওগাঁ পৌরসভার মুক্তির মোড়ে কথা হয় ভ্যানচালক আশরাফুল ইসলাম সঙ্গে। তিনি বলেন, গত দুই দিন ধরে খুব ঠাণ্ডা পড়েছে। তবে সকাল ৯টার দিকে সূর্য উঠলেও আজকে সূর্যের দেখা নাই। বৃষ্টির মতো ঝির ঝির করে কুয়াশা পড়ছে। শুরুতেই যদি এত ঠাণ্ডা পড়ে তাহলে সামনের দিনে তো আরও বেশি ঠাণ্ডা হবে। এমনিতেই ঠাণ্ডায় কোনো কিছু করা যাচ্ছে না। হাত-পা নিস্তেজ হয়ে যায়।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল ৯টায় জেলায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা আগামীতে বাড়তে পারে বলেও জানান তিনি।

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। ঠাণ্ডা পানি ব্যবহার না করে গরম পানি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

এদিকে নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল জানান, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়কে নওগাঁয় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে; কিন্তু শনিবার পর্যন্ত নওগাঁয় সরকারিভাবে কোনো গরম কাপড় বরাদ্দ দেওয়া হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম