Logo
Logo
×

সারাদেশ

ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

ভৈরবে দাঁতের ভুল চিকিৎসার অভিযোগে শামিমা আক্তার নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের নিউটাউন এলাকার নাফিসা ডেন্টাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে রাতেই কিশোরগঞ্জে চালান দেওয়া হয়েছে বলে থানা পুলিশ জানায়।

জানা যায়, গত ২৬ আগস্ট ভৈরব শহরের জগন্নাথপুর কান্দারহাটি এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী হাবিবুর রহমান নামে এক রোগীর দাঁতের চিকিৎসা নিতে ডেন্টিস্ট শামীমা আক্তার মালিকাধীন নাফিসা ডেন্টাল কেয়ারে যান। তিনি নিজেকে ডেন্টাল সার্জন বলে পরিচয় দিয়ে ৯০ হাজার টাকার বিনিময়ে প্রবাসী দাঁত পরীক্ষা করে সামনের ৩টি দাঁতের ছিদ্রে ক্যাপ পরিয়ে দেয়। পরে ওই প্রবাসী ইতালি চলে গেলে সেখানে হঠাৎ একদিন ক্যাপ খুলে যায়। পরে দেখতে পায় চিকিৎসক তাকে ভুল চিকিৎসা করে ৩টি দাঁতের পরিবর্তনে তার ভালো দাঁতসহ ১৪টি দাঁত ঘষিয়ে ক্যাপ করে দিই। পরে দাঁতের ক্যাপ খুলে যাওয়ার পর দাঁতে সমস্যা দেখা দিলে আবারও তার কাছে যাই। তখন আমার দাঁতের মাড়িসহ ফুলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়।

ওসি শাহিন জানান, ভুল চিকিৎসার অভিযোগে শামীমা আক্তারের নামে থানায় মামলা করলে তিনি  দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম