Logo
Logo
×

সারাদেশ

মুক্তি দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় জিম্মি করে ২৪ জনকে নির্যাতন

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় জিম্মি করে ২৪ জনকে নির্যাতন

লিবিয়ায় জিম্মিদশা থেকে স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ ভুক্তভোগীর পরিবার রোববার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা স্বজনদের ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারগুলো জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে গত মার্চ মাসে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশে পাড়ি জমায় শরীয়তপুরের ১৯ জন ও মাদারীপুরের পাঁচজন। পরে তাদের ইতালি পৌঁছানোর কথা বলে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। 

এক পর্যায়ে তাদের জিম্মি করে নির্যাতন করে ভিডিও পাঠিয়ে বেশ কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এর পরও তাদের মুক্তি দেওয়া হয়নি।

এ ঘটনায় মামলা করলে উলটো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত মানব পাচারকারীদের জিম্মিদশা থেকে স্বজনদের মুক্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী শাজাহান হাওলাদারের মা মেহেরজান বলেন, আমার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই জানি না। দালাল মিথ্যা প্রলোভন দেখিয়ে আমার সন্তানকে লিবিয়ায় আটকে রেখেছে। ভিটাবাড়ি ও জমিজমা বিক্রি করে তাদের টাকা দিয়েছি, কিন্তু এর পরও তারা আমার সন্তানকে ছাড়েনি। আমি আমার সন্তানকে ফেরত চাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম