Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় আগ্রাসন বন্ধে সভা

হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আ.লীগের শাসনামলে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পিএম

হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আ.লীগের শাসনামলে

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার নাটোর রাইজিংয়ের মতবিনিময় সভায় অতিথিরা বলেছেন, আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেসব ঘটনার কোনো জবাব তো ভারত কখনো চায়নি। 

শুক্রবার দুপুরে শহরের জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মনিরা শারমিন, তাহসিন রিয়াজ ও সাঈদ মোস্তাফিজ। সভায় তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনো ঘটেনি। 

৫ তারিখের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে। যারা এসব ইস্যুতে ষড়যন্ত্র করছে তাদের ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। 

আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে,  সেসব ঘটনার কোন জবাব তো ভারত কখনো চায়নি। মনিরা শারমিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা বুলেটের ভয় পাইনি, এখন আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করব, যাতে তরুণরা তৃণমূল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারবে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম প্রমুখ বক্তব্য রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম