Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিক্ষক ওয়াসিম গ্রেফতার

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিক্ষক ওয়াসিম গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াসিম রাজা গ্রেফতার হয়েছেন। তিনি সাটুরিয়া থানার উত্তর কাউন্নারা গ্রামের মোহাম্মদ আবেদ আলীর ছেলে।   

বুধবার রাত ৮টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের শিয়ালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। 

তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র রাফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় তাকে আদালতে চালান করা হবে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ সূত্র। এ ঘটনায় ওই শিক্ষকের পরিবার এবং এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়েছেন। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট বেলা ১১টার দিকে ধামরাই পৌর শহরের হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পুলিশের গুলিতে কলেজছাত্র রাফিকুল ইসলাম সাদ নিহত হন।

শিক্ষকের পরিবার ও এলাকাবাসী বলেন, প্রকৃত খুনি ধামরাই থানার সাবেক অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, এসআই রাজু মণ্ডল, নিউ এসআই পাভেল মোল্লাসহ অপারেটর পুলিশ সদস্যদের নির্বিচারে গুলিবর্ষণে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাফিকুল ইসলাম সাদ শহিদ হন। অথচ মামলাটি করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। 

তারা বলেন, এ মামলায় প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করছি। সেই সঙ্গে নির্দোষ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধেরও দাবি জানাচ্ছি। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশ তাদেরকেই গ্রেফতার করেছে। তবে অনেকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার হচ্ছেন। 

ধামরাই থানায় সদ্য যোগদানকারী এসআই মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা হরলাল উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক অসীম রাজাকে গ্রেফতার করে। তাকে সাত হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। 

এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র রাফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় নামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা অনেক আসামি রয়েছেন। সেই অজ্ঞাতনামা আসামিদের তালিকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ওয়াসিম রাজাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সাদ হত্যা মামলায় আদালতে পাঠানো হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম