কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
![কালিয়াকৈরে যমুনা ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/06/kaliakair-675315609be61.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা বেলতলা বাজার এলাকায় যমুনা ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুমে শুত্রুবার বিকালে যমুনা ইলেকট্রনিক্স শোরুমের উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন- যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের এজিএম মো. তারেক চৌধুরী, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের জোনাল ম্যানেজার জিয়াউর রহমান, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সমাজসেবক হারুন অর রশিদ, সবুজ হওলাদার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর ফিতা কেটে উদ্বোধনের সময় শোরুমে প্রচুর লোকের সমাগম ঘটে। এ সময় তিনি বলেন, দেশকে ভালোবাসলে যমুনার পণ্য ব্যবহার করুন। ব্যবসার প্রসার ঘটাতে তাদের একটি ইথিস আছে। যমুনা আমাদের দেশের একটি ব্যান্ড। দেশীয় পণ্য ব্যবহার করার জন্য আমরা সব সময় চাই। এ সময় তিনি যমুনা পণ্যের গুণগতমান নিয়ে নানা প্রশংসা করেন। পরে তিনি যমুনা ইলেকট্রনিক্স শোরুমের খান ইলেকট্রনিক্স ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি এলাকালাবাসীর উদ্দেশে বক্তব্য ও চলচ্চিত্র জগতের নানা বিষয় নিয়ে কথা বলেন।
পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ভান্নারা বেলতলা বাজারে শোরুমে জাঁকজমকপূর্ণ যমুনা ইলেকট্রনিক্স ও খান ইলেকট্রনিক্স জমে উঠেছে। আশপাশের লোকজন যমুনার পণ্য কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন।