Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় নৌকাডুবি, মামা-ভাগ্নের লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম

মেঘনায় নৌকাডুবি, মামা-ভাগ্নের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ রয়েছেন আরও দুজন। শুক্রবার ভোররাত ৪টার দিকে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকাডুবি হয়।

নিহত আব্দুল হাসেম (৫০) বুড়িরচর ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে এবং মো. জুয়েল (২৭) একই এলাকার মো. মোস্তফার ছেলে। তারা সম্পর্কে আপন মামা ভাগনে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসানোর জন্য যায় রবিয়ল মাঝির নৌকাটি। আজ ভোরে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। ২০ জন সাঁতরে ওপরে উঠলেও চারজন পারেননি। পরে স্থানীয়রা গিয়ে নৌকার ভেতরে থাকা দুজনের লাশ উদ্ধার করে। দেলোয়ার ও ইরান নামে অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ। তিনি বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে আমরা মৃত জেলেদের পরিবারে সঙ্গে কথা বলেছি। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা করছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম