পাইকগাছায় সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা'মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ উপলক্ষে বৃহস্পতিবার বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামসুল আলম পিন্টু, শাহাদাত হোসেন ডাবলু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সরদার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শেখ দিন মাহমুদ, এইচএম শফিউল ইসলাম,আমিনুল ইসলাম বজলু, এইচএম হাশেম, পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন,বিশ্বজিৎ সাধু, সাংবাদিক তপন পাল, প্রবীর জয়, শেখ নদীর শাহ, শেখ খাইরুল ইসলাম প্রমুখ।
উপজেলা তহবিল থেকে বরাদ্দ করা অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মামুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে । ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।