Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় ঘেরে ধরা পড়ল সাড়ে ১১ কেজির আইড়

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

মেঘনায় ঘেরে ধরা পড়ল সাড়ে ১১ কেজির আইড়

ভৈরবের মেঘনায় ঘেরে ধরা পড়ল সাড়ে ১১ কেজি ওজনের আইড় মাছ। সেই মাছটি বিক্রির জন্য ডালায় সাজিয়ে রেখেছেন বিক্রেতা। বিশাল আকৃতির আইড় মাছটি দেখতে ভিড় করছেন দর্শনার্থী ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব শহরের পলতাকান্দা এলাকার মেঘনা ফেরিঘাটের সেভেন স্টার মৎস্য আড়তে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

মৎস্য আড়ত মালিক সূত্রে জানা যায়, মাছটি কিনতে দর দাম করছেন। তবে শেষ পর্যন্ত ২ হাজার ৭০ টাকা প্রতি কেজি দরে ২৩  হাজার ৮০৫ টাকায় বিক্রি হয়েছে মাছটি।

এ বিষয়ে সেভেন স্টার মৎস্য আড়তের মালিক মো. আমির হোসেন জানান, মঙ্গলবার দুপুরের দিকে ভৈরবের মেঘনা নদীর একটি ঘের থেকে মাছটি ধরা পড়েছে। এই বিশাল আকৃতির মাছটি প্রথমে মুখলেছ মিয়ার মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসেন ঘের মালিক রহমান মিয়া। পরে তাদের কাছ থেকে বিশাল আকৃতির মাছটি ক্রেতাদের কাছ থেকে বিক্রির জন্য নিয়ে আসছি। ভৈরব বাজারের এক স্বনামধন্য ব্যবসায়ী (নাম প্রকাশে অনিচ্ছুক) বিশাল আকৃতির মাছটি কিনেছেন বলে তিনি জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম