Logo
Logo
×

সারাদেশ

ডাসারে ট্রাকভর্তি ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

ডাসারে ট্রাকভর্তি ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ

মাদারীপুরের ডাসারে ট্রাকভর্তি ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় ওই সার জব্দের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া ইছাবেলা পেট্রলপাম্প নামক স্থানে রোববার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৪২০ বস্তা চোরাই ইউরিয়া সার আটক করে ডাসার থানার এসআই সোহাগ।

তিনি আরও জানান, সারবোঝাই ওই ট্রাকটি বরিশাল থেকে এসেছে। বর্তমানে সারগুলো থানা হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ডাসার থানার ওসি মো. মাহামুদ-উল-হাসান জানান, এখন পর্যন্ত আটককৃত সারের বৈধ কাগজ পাওয়া যায় নাই, বিধায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম