Logo
Logo
×

সারাদেশ

ব্যতিক্রমী হোন্ডা, পথে-ঘাটে শিশুদের ভিড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

ব্যতিক্রমী হোন্ডা, পথে-ঘাটে শিশুদের ভিড়

চলার পথে ব্যতিক্রমী এক হোন্ডা গাড়ি দেখতে পথে-ঘাটে ভিড় করছেন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কোমলমতি শিশুরা। এর আগে লোকজন এই এলাকায় এমন ব্যতিক্রমী রোদমুক্ত, পরিবেশবান্ধব হোন্ডা গাড়ি কখনো দেখতে পাননি।

কালুখালীর মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের রাশেদা বেগম বলেন, আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতিদিন অপরিচিত একজন লোককে এই হোন্ডা গাড়িটি নিয়ে চলাচল করতে দেখি, ছোট এরকম বাচ্চাদের মতো হোন্ডা গাড়িটি দেখতে খুব ভালোই লাগে। সেটা খুব পরিবেশবান্ধব ও দেখতে সুন্দর।

পথে চলাচলকারী সালাম সেখ বলেন, কালুখালীতে এ রকম ব্যতিক্রমী হোন্ডা গাড়ি আমি কখনো কোনদিন দেখিনি, হোন্ডা গাড়িটি দেখতেও যেমন সুন্দর, তেমনি অসুস্থ লোকদের চলাচলের জন্য বেশ ভালো।

হোন্ডা গাড়িটির মালিক কালুখালীর গড়িয়ানা গ্রামের আব্দুল বারেক  মণ্ডল বলেন, আমার শরীরে বড় ধরনের একটা অপারেশন করার পর ঢাকার চিকিৎসক আমাকে খুব সাবধানে চলাফেরা করতে বলেন। তাই আমি গত এক মাস আগে ১ লাখ ৫৩ হাজার টাকা খরচ করে হোন্ডা গাড়িটি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া-আসার জন্য কিনেছি। গাড়িটি কেনার পর পথে-ঘাটে চলতে গিয়ে আমাকে  মানুষজন ও শিশুরা তাকিয়ে থাকে এবং হাসে। রাজবাড়ীতে এ ধরনের হোন্ডা গাড়ি আর নেই বলে জানান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম