Logo
Logo
×

সারাদেশ

কাঞ্চন-রূপসী সড়ক সংস্কারে অনিয়ম

রূপগঞ্জে ঝুঁকি নিয়ে যান চলাচলে ঘটছে দুর্ঘটনা

Icon

রাসেল মাহমুদ, রূপগঞ্জ থেকে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

রূপগঞ্জে ঝুঁকি নিয়ে যান চলাচলে ঘটছে দুর্ঘটনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যস্ততম কাঞ্চন-রূপসী আঞ্চলিক সড়কের ১৪ কিলোমিটারের মধ্যে অনেক স্থানে দেবে এবড়োখেবড়ো হয়েছে গেছে।

সেসব স্থানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ না করে সংস্কার শেষের কয়েক মাসেই সড়কের এ বেহাল হয়েছে। 

উপজেলা প্রকৌশলী বলছেন, অনেকবার যোগাযোগ করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এ সমস্যার সমাধান করছে না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, কাজ শেষ করার ১ বছর পর সড়কের বিভিন্ন স্থানে কিছুটা দেবে এবড়োখেবড়ো হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে। 

সরেজমিন ঘুরে জানা গেছে, রূপগঞ্জের ব্যস্ততম কাঞ্চন-রূপসী আঞ্চলিক সড়ক। এ সড়কের উভয় পাশে গড়ে উঠছে দেশের বড় বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সড়কটি ২০১৮ সালের দিকে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। 

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর ১৪৩ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালে নতুন করে এ সড়কের সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনডিই) নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব দেন। যার দৈর্ঘ্য পৌনে ১৪ কিলোমিটার ও প্রশস্ত ৩০ ফুট। 

ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০২৩ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় সড়কটি সব কাজ শেষ করলে সড়কে যানবাহন ও সাধারন জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে শুরু করে। 

এদিকে কাজ শেষ করার কয়েক মাস যেতে না যেতে বিভিন্ন প্রতিষ্ঠানের ভারি যানবাহন বিশেষ করে এনডিই প্রতিষ্ঠানের রেডিমিক্স, পাথরবোঝাই ট্রাকসহ বিভিন্ন মালামাল বহনকারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে দেবে গেছে। কোথাও কোথাও আলাদা বিশেষ কোনো নতুন যানবাহন চলাচলের সড়ক হয়ে গেছে। 

এ সড়কে মালবাহী, যাত্রীবাহি পরিবহণ, মোটরসাইল ও যাত্রী সাধারন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এবড়োখেবড়ো স্থানে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় প্রতিদিন এ সড়কে ১ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে সড়কে চলাচলরত সাধারন মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সড়কের চলাচলরত বিভিন্ন যানবাহন চালক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, কাজের অনিয়ম ও সড়কের বহন করার চেয়ে বেশি ওজনের ভারি যানবাহন চলাচলের কারনে সড়কটির এ বেহাল দশা। এ সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

কালাদী সাহাজউদ্দিন জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন বলেন, সড়কটি সংস্কারে প্রথমদিকে বেশ ভালই ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সড়কে চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। অহরহ দুর্ঘটনার ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারছে না। আমরা চাই অতি তাড়াতাড়ি যেন এ সড়ক সংস্কার করা হয়।

উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কের কাজ এক বছর আগে শেষ হয়েছে। এর কয়েক মাস পর সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে। ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বিশেষ করে সড়কে ওভার লোডিং যানবাহন চলাচলের কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সড়কটি পুনরায় সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে বসেছিলাম। রাস্তাটি যাতে ভিন্নভাবে নতুন করা হয়, যেসব স্থানে সমস্যা সৃষ্টি হয়েছে, সেসব যেন সমাধান করা যায়। সেজন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিবো। যেন কাজটা দ্রুত হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম মাসুমের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা প্রকৌশলী থেকে আমাদের অনেকবার বলেছে। এছাড়া এখানে আমাদের প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করে। আশা করি, আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম