Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাইয়ের লাশ নিয়ে যাওয়ার সময় ভাইয়ের মৃত্যু

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

ছোট ভাইয়ের লাশ নিয়ে যাওয়ার সময় ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাই অহিদ মিয়ার (৮০) মৃত্যুর পর জানাজার জন্য লাশ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বড় ভাই কালা মিয়া (৯০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার সাড়ে ১০টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর ঝিড়ারপার গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত অহিদ মিয়া ও কালা মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের উত্তর ঝিড়ারপার গ্রামের মৃত মো. আব্দুল হেকিমের পুত্র। এ ঘটনাটি ঘটেছে 

মৃত অহিদ মিয়ার বড় ছেলে কবির হোসেন জানান, আমার পিতা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আমার অসুস্থ বড় চাচাকে দেখে ঘরে এসেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় জানাজার জন্য লাশ বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা কালা মিয়া মারা যান। আমার বাবা অহিদ মিয়ার জানাজা হয় বেলা ১১টায়। চাচা কালা মিয়ার জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম